ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ফের যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

২০২৫ মে ২২ ১৯:১৫:০৪
ফের যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল। এই দাবিতে আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

কর্মসূচি শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, আপাতত এই কর্মসূচি স্থগিত করা হলেও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, সাম্য হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তার না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে।

ছাত্রদল নেতা রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু যদি সরকার বিচার নিশ্চিত না করে, তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবো।

সাম্য হত্যার বিচার দাবিতে এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সংগঠনটি বলছে, বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে