ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়িতে পাঁচ সদস্যকে বিএসএফের পুশ ইন

২০২৫ মে ২২ ১৫:৪৯:৪২
খাগড়াছড়িতে পাঁচ সদস্যকে বিএসএফের পুশ ইন

ডুয়া ডেস্ক: খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে তারা ফেনীরকুল চর এলাকার সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেন। এরপর বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

স্থানীয়রা জানান, সীমান্ত অতিক্রম করে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন এলাকাবাসী। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হেফাজতে নেন।

পুলিশ জানিয়েছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রামের চর সুপার গ্রামের বাসিন্দা। গত ১০ বছর ধরে তারা ভারতের গুজরাটে বসবাস করছিলেন।

পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।

খাগড়াছড়ি জেলা পুলিশের সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশ-ইন হওয়া পাঁচজনই একই পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে তারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে