ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নুসরাত ফারিয়ার জামিন

২০২৫ মে ২০ ১০:৪৭:০৫
নুসরাত ফারিয়ার জামিন

ডুয়া ডেস্ক: রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই জামিন আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাতের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।

এর আগে, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পরদিন (১৯ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকেলে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করা নুসরাত ফারিয়া ২০১৩ সালে উপস্থাপক হিসেবে মিডিয়ায় নাম লেখান। এরপর নাটকে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পান তিনি। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই ব্যাপক সাড়া ফেলেন তিনি। এরপর টালিউড ও ঢালিউড মিলিয়ে প্রায় ২০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘জিন-৩’ মুক্তি পায় গত ঈদে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে