ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে উড়বে আরও এক পাকিস্তানি এয়ারলাইন্স

২০২৫ মে ১৯ ১৯:১৫:০০
বাংলাদেশে উড়বে আরও এক পাকিস্তানি এয়ারলাইন্স

ডুয়া ডেস্ক: ফ্লাই জিন্নাহর পর এবার ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের আরেক বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ অনুমোদন দিয়েছে বলে সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছে সংস্থার একটি দায়িত্বশীল সূত্র।

সূত্রে জানা গেছে, ‘তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী জিএসএ নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে তারা। শুধু পাকিস্তান নয়, এয়ার সিয়ালের মাধ্যমে পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশের যাত্রীরা।’

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সর্বশেষ বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’ (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। তবে যাত্রীসংখ্যা হ্রাস ও আর্থিক ক্ষতির কারণে ওই বছরই সংস্থাটি রুটটি বন্ধ করে দেয়।

২০১৫ সালে জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে পিআইএর ঢাকা স্টেশনের ব্যবস্থাপক আলী আব্বাসকে আটক করে বাংলাদেশ পুলিশ, পরে তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। ওই ঘটনার পর পিআইএর ঢাকার কার্যালয়ে একাধিকবার তল্লাশি চালানো হয়। এ পরিস্থিতির প্রেক্ষিতে সংস্থাটি ঢাকা রুটে তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়।

উল্লেখ্য, পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল তাদের কার্যক্রম শুরু করে ২০১৫ সালের আগস্টে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে