ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ই-সরায়েল একটি "বিপজ্জনক ক্যানসারের টিউমার": খামেনি

২০২৫ মে ১৯ ১৬:১৭:৪৫
ই-সরায়েল একটি

ডুয়া ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে একটি "বিপজ্জনক ক্যানসারের টিউমার" হিসেবে আখ্যায়িত করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে এই সন্ত্রাসী সত্তার উচ্ছেদ প্রয়োজন। শনিবার (১৭ মে) তেহরানে এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে লজ্জাজনক ও জাতির জন্য অপমানজনক’ হিসেবে বর্ণনা করে বলেন, ট্রাম্প এমন ভাষায় কথা বলেছেন, যা শুধু তার ব্যক্তিগত মর্যাদাকেই ছোট করে না, বরং পুরো আমেরিকান জাতির জন্যও অপমানজনক।

খামেনি বলেন, ট্রাম্প শান্তির কথা বললেও তিনি কার্যত ফিলিস্তিনে সংঘাত ও গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, তার বক্তব্য এতটাই নিম্নমানের যে, সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজনও নেই।

উল্লেখ্য, এর আগে মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ইরানের শাসকদের ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘অকার্যকর’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, দেশটির সবুজ ভূমি আজ মরুভূমিতে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছেন।

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ট্রাম্প একদিকে শান্তির বার্তা দেন, অন্যদিকে গাজায় গণহত্যাকে সমর্থন করেন। আমরা বিশ্বাস করব কোনটা?

এদিকে আর্মেনিয়ার সীমান্তবর্তী কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সঙ্গে ‘আরাস-২০২৫’ নামে একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান। এটি চলবে আগামী বুধবার পর্যন্ত। ইরানি জেনারেল ভালি মাদানি জানিয়েছেন, এই মহড়ার লক্ষ্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য হুমকি মোকাবিলা।

একই সঙ্গে, তেহরানে অনুষ্ঠিত এক কূটনৈতিক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি ইউরোপ আন্তরিক ও স্বাধীনভাবে আচরণ করে, তাহলে আমরা সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে