ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নতুন বার্তা

২০২৫ মে ১৫ ২১:১৮:৫৭
দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নতুন বার্তা

ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর জানিয়েছেন, কোনো দুর্বল ব্যাংক যদি পুনরুদ্ধারে ব্যর্থ হয়, তবে প্রয়োজন হলে রাষ্ট্র তার নিয়ন্ত্রণ গ্রহণ করবে। এক্ষেত্রে আমানতকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।

১৪ মে (বুধবার) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, “কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠনে পাশে থাকবে। সম্প্রতি অনুমোদিত ‘ব্যাংক রেজোল্যুশন অ্যাক্ট’ বাংলাদেশ ব্যাংককে একীভূতকরণ, অধিগ্রহণ বা লিকুইডেশনের মতো পদক্ষেপ নেওয়ার আইনি ক্ষমতা দিয়েছে।”

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “নতুন আইনের আওতায় কোনো ব্যাংকে গুরুতর ত্রুটি ধরা পড়লে তা একীভূত করা যেতে পারে, প্রয়োজনে অধিগ্রহণ বা বন্ধও করে দেওয়া সম্ভব। এমনকি পরিস্থিতি অনুযায়ী সরকার সাময়িকভাবে সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।”

তিনি আরও বলেন, “কোনো আমানতকারী তাঁর টাকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। কেন্দ্রীয় ব্যাংক জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে