ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনলো কানাডা

২০২৫ মে ১৪ ১৬:১৪:৩১
অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনলো কানাডা

ডুয়া ডেস্ক: নতুন সরকারের অধীনে কানাডার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকার অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনার লক্ষ্যে বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের ওপর।

স্থায়ী অভিবাসনে সীমা নির্ধারণ

সরকার ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের মধ্যে কানাডায় স্থায়ী অভিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার ১% এর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এর ফলে প্রতিবছর সর্বোচ্চ প্রায় ৪ লাখ মানুষ স্থায়ীভাবে কানাডায় বসবাসের অনুমতি পাবে।

অস্থায়ী অভিবাসনের ওপর নিয়ন্ত্রণ

বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী ভিসাধারীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫% এর মধ্যে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ

স্টাডি পারমিট হ্রাস: ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৩৭ হাজার স্টাডি পারমিট ইস্যু করা হবে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০% কম।

অ্যাটেস্টেশন লেটার বাধ্যতামূলক: মাস্টার্স ও পোস্ট-ডক্টরাল শিক্ষার্থীদের এখন থেকে আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রদেশ বা অঞ্চলের অনুমোদিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে