ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার জরুরি আহ্বান

ডুয়া ডেস্ক: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের সুশৃঙ্খল ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উত্তরণের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী এবং তহবিলদাতাদের মনোযোগ ও সমর্থন আমরা ইতোমধ্যে পেয়েছি। এখন আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে দ্রুত এগিয়ে যেতে হবে।”
প্রাতিষ্ঠানিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের এমন একটি দল গঠন করতে হবে যারা অগ্নিনির্বাপকদের মতো তৎপর হবে। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত এবং দক্ষতার সঙ্গে পদক্ষেপ নেবে এবং সমাধান না হওয়া পর্যন্ত থেমে থাকবে না।” এ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় সক্রিয় তদারকি করবে বলেও তিনি জানান।
বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকীসহ নীতি উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
সভায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য পাঁচটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ নির্ধারণ করে:
১. সংশ্লিষ্ট সব সংস্থার অংশগ্রহণে জাতীয় একক জানালার পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করা।
২. সুস্পষ্ট কর্মপরিকল্পনার ভিত্তিতে জাতীয় শুল্ক নীতি ২০২৩ বাস্তবায়ন করা।
৩. জাতীয় লজিস্টিক নীতি ২০২৪-এর আওতায় গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ অন্যান্য পদক্ষেপ বাস্তবায়ন।
৪. সাভারের ট্যানারি গ্রামে বর্জ্য শোধনাগারের (ইটিপি) কার্যকর প্রস্তুতি সম্পন্ন করা।
৫. মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) পার্কের পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব