ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
বিএসইসি চেয়ারম্যানের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই: এনসিপি নেতা

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল। তিনি বলেন, “আপনি শেয়ারবাজারের জন্য কী কাজ করছেন, তার ব্যাখ্যা দিতে হবে। অন্যথায়, আপনার অপসারণ দাবি করব।”
শনিবার (১০ মে) রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল ফয়সাল অভিযোগ করেন, “আপনি গণআন্দোলনের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান হয়েছেন, অথচ বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন।”
তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কাউকে উপেক্ষা করে এগোনো যাবে না।
বিএসইসি চেয়ারম্যানের যোগাযোগ দক্ষতার সমালোচনা করে ফয়সাল বলেন, “তার কমিউনিকেশন স্কিল অত্যন্ত দুর্বল। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিডার নির্বাহী চেয়ারম্যান নিয়মিত মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন, আপডেট জানাচ্ছেন। কিন্তু বিএসইসির চেয়ারম্যান নীরব। তিনি কী কাজ করছেন এবং তার প্রতিফলন কী—সেসব বিষয়ে বিনিয়োগকারীদেরকে কিছুই জানানো হচ্ছে না।”
আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, রপ্তানি আয়ের গতি ফিরছে, বৈদেশিক লেনদেনের ঘাটতি কমে ১.২ বিলিয়ন ডলারে নেমেছে। অপরিশোধিত জ্বালানির অর্থ পরিশোধ করার পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। মুদ্রার মান স্থিতিশীল এবং আমদানি নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় উৎপাদন ও বাণিজ্যে গতি ফিরছে। বাহ্যিক খাতে অর্থনীতি এখন একটি নিরাপদ অবস্থানে রয়েছে।”
তবে শেয়ারবাজারের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, ডিএসইর সূচক ৪ হাজার ৯০০ পয়েন্টে নেমে এসেছে। এর পেছনে রয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মুদ্রাস্ফীতি ও পাঁচ বছরের ট্রেজারি বন্ডে ১২.৩৯ শতাংশ সুদের হার। ফলে বিনিয়োগকারীরা শেয়ারবাজার ছেড়ে বন্ডে ঝুঁকছেন।
তবে ফয়সাল মনে করেন, বর্তমানে বাজার ঐতিহাসিকভাবে সস্তা। পিই রেশিও মাত্র ৯.৪১—যা ভ্যালু ইনভেস্টমেন্টের এক অনন্য সুযোগ তৈরি করেছে।
বিএসইসি’র কিছু উদ্যোগকে “প্রশংসনীয় কিন্তু অসম্পূর্ণ” আখ্যা দিয়ে তিনি বলেন, গত ৮ মাসে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠিত হয়েছে, যা বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে।
শেষে তিনি বলেন, বর্তমান সংকট মোকাবেলায় সরকারকে কিছু বাস্তবমুখী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে, যা বাজারে আস্থা ফিরিয়ে আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস