ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পোপের সাজে ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক

২০২৫ মে ০৪ ১৫:৩০:২৭
পোপের সাজে ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক

ডুয়া ডেস্ক: সম্প্রতি পোপ ফ্রান্সিসের মৃত্যুতে পোপের পদ শূন্য হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোপের পোশাকে একটি ছবি পোস্ট করেছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি। এই পোস্টের পরপরই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ছবিটিতে ট্রাম্পকে দেখা যায় সাদা পোপীয় পোশাক, মাথায় 'মিটার' টুপি ও গলায় বড় ক্রুশ পরা অবস্থায়। ছবিটি এমন সময়ে শেয়ার করা হয়েছে, যখন ক্যাথলিক বিশ্ব পোপ ফ্রান্সিসের মৃত্যুর শোক পালন করছে এবং তার উত্তরসূরি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত।

নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, “এই ছবিতে কোনো রসবোধ নেই। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সদ্য বিদায় দিয়েছি। এখন এমন একটি সময়ে পোপ নির্বাচনের গুরুত্বপূর্ণ সম্মেলনের প্রস্তুতি চলছে—এই সময়ে এমন ছবি শেয়ার করা অসম্মানজনক।”

ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং বামপন্থী নেতা ম্যাত্তিও রেঞ্জিও এই ছবির নিন্দা জানিয়ে বলেছেন, “এই ছবি বিশ্বাসীদের ব্যথিত করে, প্রতিষ্ঠানকে অপমান করে এবং দেখায় ডানপন্থীরা কেবল বিদ্রূপ করতেই ভালোবাসেন।”

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নাকচ করে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা রেখেই ইতালিতে গিয়েছিলেন এবং শেষকৃত্যে অংশ নিয়েছিলেন। তার মুখপাত্র ক্যারোলাইন লিভিট জানান, “ট্রাম্প একজন ক্যাথলিক এবং তিনি ধর্মীয় স্বাধীনতার দৃঢ় সমর্থক।”

প্রসঙ্গত, পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত ২১ এপ্রিল মারা যান। তিনি ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর ক্যাথলিক চার্চের নেতৃত্বে আসেন।

এই বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া চলছেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে