ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

করিডোর নিয়ে যা জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

২০২৫ মে ০৪ ১৪:৫৯:০৯
করিডোর নিয়ে যা জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ডুয়া ডেস্ক: মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর স্থাপন নিয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

শনিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত "বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন: আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ" শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “মানবিক করিডোর নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে, কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়। এ নিয়ে কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে যে বাংলাদেশ আরাকানে আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ করছে— এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।”

ড. খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি তা করা হয় তবে বাংলাদেশকে প্রতিবেশী দেশগুলোর জন্য ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত করা হবে।

সেমিনারে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও। তিনি বলেন, “নীতিগতভাবে আমরা মানবিক করিডোরের পক্ষে। কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ। তবে আমাদের কিছু শর্ত রয়েছে, সেগুলো পূরণ হলেই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করতে পারি।”

তার এই বক্তব্যের পর করিডোর ইস্যুতে জনমত বিভক্ত হয়ে পড়ে। সামনে আসে নিরাপত্তা শঙ্কার বিষয়টি। বিষয়টি নিয়ে সরকার ভিন্নমতও জানায়। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের দুই দিন পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার এখনো জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে করিডোর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করেনি এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত আছে।

এদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র বলেন, রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে হলে বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের অনুমতি প্রয়োজন। তা না হলে জাতিসংঘের ভূমিকা সীমিত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে