ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল প্রশাসনকে শিক্ষার্থীদের স্মারকলিপি, দাবি ১০

২০২৫ মে ০৪ ১৩:১৪:৩৩
ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল প্রশাসনকে শিক্ষার্থীদের স্মারকলিপি, দাবি ১০

ডুয়া নিউজ: ক্যান্টিন মনিটরিং, মাঠ সংস্কারসহ ১০ দফা দাবিতে সলিমুল্লাহ মুসলিম হল প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

আজ রোববার (৪ মে) হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের হাতে তার কার্যালয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় প্রভোস্ট দাবিসমূহ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ১০ দফা দাবিগুলো হলো- দ্রুত মাঠ সংস্কার কাজ শুরু করা; রিডিং রুম প্রতিদিন ক্লিন করা; ওয়াশ রুম প্রতিদিন ক্লিন ও হ‍্যান্ডওয়াশ রিফিল করা; গেস্ট রুম ক্লিন ও সোফা কভার পরিবর্তন করা; লাইটগুলো দ্রুত স্থাপন করা ; গেটে সিসি ক্যামেরা লাগানো; ক্যান্টিন রেগুলার পরিষ্কার করা ও মনিটরিং টিম গঠন করা; ওয়াশিং মেশিন দ্রুত স্থাপন করা; ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা; ডাস্টবিনগুলো পরিবর্তন করে ঢাকনা যুক্ত ডাস্টবিন স্থাপন করার দাবি জানান শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে আমরা নিম্নলিখিত সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, মাঠে ছোট ইট-পাথরের কারণে নিয়মিত পা কেটে যাওয়ার ঘটনা ঘটে, মাঠের পৃষ্ঠতল সমতলকরণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ।

বর্তমান টেনিস কোর্টের অবস্থান মাঠকে সংকুচিত করেছে ও দুর্ঘটনার সম্মুখীন করছে, টেনিস কোর্টটি হলের অন্যান্য সুবিধার সাথে সামঞ্জস্যপূর্ণ স্থানে স্থানান্তর। হলের দেয়ালে স্থাপিত বাকশালের জনক শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হলের সৌন্দর্য ও ঐতিহ্যে নষ্ট করছে, ম্যুরালটি দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলতে হবে। হলজুড়ে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন ও গতি বৃদ্ধি, শিক্ষার্থীদের কাপড় ধোয়ার জন্য পর্যাপ্ত সুবিধা নেই তাই প্রতিটি ব্লকে স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন স্থাপন, কাপড় ইস্ত্রি ও ধোয়ার জন্য হল প্রাঙ্গণে আধুনিক লন্ড্রি সেবা চালু করা। ক্যান্টিনের খাবারের গুণগত মান ও পরিমাণ অসন্তোষজনক, স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ, নিয়মিত মাননিয়ন্ত্রণ ও মেনু বৈচিত্র্য আনা। হলের বাগান অবহেলিত এবং ভিতরে-বাইরে পর্যাপ্ত আলোর অভাব, বাগান সংস্কার, সৌন্দর্যবর্ধন ও এলইডি বাতি দ্বারা আলোকসজ্জা নিশ্চিতকরণ। ওয়াশরুম সপ্তাহে দুই বার পরিষ্কার ও নিয়মিত মনিটরিং। হল প্রধান গেট ও কৌণিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, নিরাপত্তা ও শিক্ষাকার্যের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আপনার জরুরি হস্তক্ষেপ ও সমাধানের জন্য উক্ত বিষয়গুলো বিবেচনার অনুরোধ জানাচ্ছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে