ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফের কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা

২০২৫ মে ০১ ১০:১১:৩৬
ফের কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা

ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবি, আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে কুয়েটের এক সাবেক শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বুধবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তির নাম রাতুল হাসান, যিনি কুয়েটের এমএসই বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাতুল ব্যক্তিগত কাজ শেষে বাইক থেকে নেমে সিটি ইন হোটেলের সামনে ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই ১০-১৫ জনের একটি দল হঠাৎ করে তার ওপর আক্রমণ চালায়। শিক্ষার্থীদের অভিযোগ, কুয়েটের সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল কুয়েট শিক্ষার্থীদের ওপর “ভিসিকে কেন নামায়লি” বলার অভিযোগ তুলে হামলা চালানো হয়। ওই ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করে খান জাহান আলী থানা পুলিশ। এর প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে