ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

উত্তেজনার মধ্যে শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো

২০২৫ মে ০১ ০৯:৫৮:৪৯
উত্তেজনার মধ্যে শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনার মধ্যে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার তিনি পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রুবিও ভারত-পাকিস্তানকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন এবং কাশ্মীর হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে দুই দেশকে সংযত থাকতে বলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও ভারতকে প্রতিশোধমূলক পদক্ষেপে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি পেহেলগামের প্রাণঘাতী হামলায় শোক প্রকাশ করেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত-পাকিস্তানের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

পাকিস্তানের সঙ্গে ফোনালাপে রুবিও কাশ্মীর হামলার নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। তিনি পাকিস্তানি কর্মকর্তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, পেহেলগামের ওই হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে