ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মস্কোয় বাংলাদেশি সিনেমার বিশেষ স্বীকৃতি

২০২৫ এপ্রিল ২৫ ০৯:৫৩:৪৩
মস্কোয় বাংলাদেশি সিনেমার বিশেষ স্বীকৃতি

ডুয়া ডেস্ক: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরের সমাপনী অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি চলচ্চিত্র মাস্তুল। প্রাত্যহিক জীবনের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এই সিনেমাটি জিতে নিয়েছে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ‘ফার্স্ট প্রাইজ’ অনুষ্ঠানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির পক্ষ থেকে পরিচালক নূরুজ্জামানের হাতে এই পুরস্কারের স্বীকৃতি তুলে দেওয়া হয়।

মস্কো থেকে পরিচালক বলেন, “মাস্তুল”-এর প্রিমিয়ারে দর্শক ও সমালোচকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। বিভিন্ন দেশ থেকে আসা দর্শক, ফিল্ম ক্রিটিক ও সাংবাদিকরা ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন, নানা প্রশ্ন করেছেন। এত মানুষের আগ্রহই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তার ওপর এই স্পেশাল মেনশন, নিঃসন্দেহে “মাস্তুল”-এর জন্য এটি এক গুরুত্বপূর্ণ অর্জন।”

জাহাজে কাজ করা জলে ভাসমান মানুষদের জীবনভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।

এই একই স্লটে আরও দুটি আন্তর্জাতিক সিনেমা পুরস্কৃত হয়েছে— ভারতের খাসিয়া ভাষার সিনেমা এলেসিয়াম, যা ‘নেটপ্যাক জুরি পুরস্কার’ পেয়েছে; পরিচালনায় ছিলেন প্রদীপ কুর্বা। আর রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার জিতেছে আর্জেন্টিনার ছবি নন স্ট্যান্ডার্ড থিংকিং, পরিচালনায় মারিয়ানো ওয়াটার।

বাংলাদেশি চলচ্চিত্র মাস্তুল-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশীয় সিনেমার অগ্রযাত্রায় নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে