ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হাফেজ হওয়ার ইচ্ছা অভিনেত্রী প্রিয়াঙ্কার; জীবনসঙ্গী হিসেবে চান ধার্মিক পাত্র

২০২৪ ডিসেম্বর ২৫ ১২:৩৬:৩৫
হাফেজ হওয়ার ইচ্ছা অভিনেত্রী প্রিয়াঙ্কার; জীবনসঙ্গী হিসেবে চান ধার্মিক পাত্র

ডুয়া ডেস্ক: শোবিজ অঙ্গনের তারকা প্রিয়াঙ্কা জামান। উপস্থাপনা দিয়ে শুরু করে বিজ্ঞাপনের মডেলিং, নাটক এবং সর্বশেষ সিনেমার পর্দায় পদার্পন করেছেন এই অভিনেত্রী। শোবিজ অঙ্গনে তিনি ১৭ বছর ধরে জড়িত থাকলেও দীর্ঘ এই জার্নিতে তূলনামূলকভাবে খুব একটা পরিচিতি পাননি প্রিয়াঙ্কা। তবুও নিজের মতো করে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী।

২০১৩ সালে ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের। এরপর বিভিন্ন নাটকে কাজ করতে থাকেন। মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পীদের মতো অভিনেতাদের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি। অবশ্য সুযোগ পেলে নাটক কিংবা বিজ্ঞাপনের কাজ করছেন; উপস্থাপনায়ও গতি স্বাভাবিক, রয়েছেন ফ্যাশন ডিজাইনিংয়েও। আবার সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও মডেলিং করেছেন প্রিয়াঙ্কা জামান।

ব্যক্তিজীবনে প্রিয়াঙ্কা জামান তেমন একটা আলোচনায় না আসলেও নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে তাকে ধর্মীয় দায়িত্ব পালন গুরুত্ব দিয়ে তুলে ধরতে দেখা গেছে। অভিনেত্রী নাকি একসময় মাদ্রাসার ছাত্রী ছিলেন, মাঝে এমন খবরও শোনা গিয়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার থেকে জানা যায় তার সর্বশেষ ইচ্ছা প্রসঙ্গে। অভিনেত্রী জানালেন, হাফেজি পড়াটা শেষ করতে চান তিনি, যেটি ওনার শেষ ইচ্ছা।

ছড়িয়ে পড়া ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘আমি ছোট থেকেই আল্লাহর কাছে নিয়ত করে যখন যেটা চেয়েছি, প্রত্যেকটাই আল্লাহ আমাকে দিয়েছেন। আমার ইচ্ছা ছিল আমি যদি ফ্যাশন ডিজাইনার হতে পারতাম, সেটাও হয়েছি ২০২০ সালে। তারপর এখন আমার সর্বশেষ ইচ্ছা, মানে আমার হাফেজি পড়াটা কমপ্লিট করব, ইনশাআল্লাহ। এটাও আল্লাহ আমাকে কমপ্লিট করে দেবেন, এটাই আমার সর্বশেষ ইচ্ছা।’

শোবিজাঙ্গনে কাজ করলেও ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে এই অভিনেত্রীর। যে কারণে নিজের জীবনসঙ্গী হিসেবে একজন ধার্মিক পাত্র চান তিনি; এমনকি তা পেলে শোবিজ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে