ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বন্ধ যান চলাচল

২০২৫ এপ্রিল ২২ ১৫:৩৫:৩৯

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বন্ধ যান চলাচল

ডুয়া ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড় পরিণত হয়েছে রণক্ষেত্রে—ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও শিক্ষার্থীরা এখনও সড়কেই অবস্থান করছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে করে মিরপুর সড়কের নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, সিটি কলেজের সামনে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন এবং সেখানকার শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাতে সফল হতে পারেনি। থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে এবং এতে দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুপুর দেড়টার দিকে সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়, যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং একপর্যায়ে সিটি কলেজের নামফলক খুলে নিয়ে যায়। নিউমার্কেট ও আশপাশের এলাকা এখনো উত্তপ্ত এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ, সাধারণ মানুষ ওই পথে চলাচল করতে ভয় পাচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত