ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
কুয়েট ইস্যুতে মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের সাম্প্রতিক আচরণে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় তারা মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ের কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় বুয়েটের ২০ ব্যাচের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। একই রাতে অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রশাসন।
পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠানটি এখনও পুনরায় চালু হয়নি, এমনকি আবাসিক হলগুলোও তালাবদ্ধ।
এ অবস্থায় হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (১৩ এপ্রিল) তারা ক্যাম্পাসে প্রবেশ করে এবং দাবি পূরণ না হওয়ায় রাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। পরে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় ১৮ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভায় আরও জানানো হয়, আগামী ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ২ মে খুলে দেওয়া হবে আবাসিক হলগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা