ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ওবায়দুল কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

২০২৫ এপ্রিল ১০ ১৪:০৯:৩৭
ওবায়দুল কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

ডুয়া ডেস্ক: জুলাই মাসে সংঘটিত গণহত্যা মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে। রেড নোটিশ চাওয়া আসামিদের মধ্যে রয়েছেন: সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আ.ক.ম. মোজাম্মেল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

চিফ প্রসিকিউটর জানান, এদের সবাইকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে