ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
সাড়ে ৮ লাখ কোটি টাকার বাজেট আসছে, ব্যবসাবান্ধব কর ব্যবস্থার প্রতিশ্রুতি

ডুয়া ডেস্ক : আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হতে পারে সাড়ে ৮ লাখ কোটি টাকা। দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী বাজেটে ৭ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে, যেখানে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সাড়ে ৫ শতাংশ।
নতুন বাজেটে কৃষি, সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রাখা হবে। একইসঙ্গে ব্যবসাবান্ধব কর ব্যবস্থাপনার প্রতিশ্রুতিও থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেট বক্তব্য হবে সংক্ষিপ্ত, যা ৫০ থেকে ৬০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
সংবিধান অনুযায়ী, সাধারণত রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ না থাকায় এবার সেই সুযোগ থাকছে না। ফলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এবং এটি টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আগামী জুনের শুরুতেই ঈদুল আজহা থাকায় বাজেট ঘোষণা করা হতে পারে ওই মাসের প্রথম সপ্তাহেই। এর আগে, ২০০৭-০৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম একইভাবে টেলিভিশনে বাজেট ঘোষণা করেছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্য তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। বাজেট বক্তব্যে অন্তর্ভুক্তির জন্য সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার গত ১৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। সেখানে চলতি অর্থবছরের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোর নীতি, আইন, পরিকল্পনা, বাস্তবায়িত সংস্কার কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ অর্জনগুলো বাজেট বক্তব্যে অন্তর্ভুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সে কারণে আগামী অর্থবছরের নতুন বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকবে বলে জানা গেছে।
চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশের মতো। আগামী অর্থবছরেও বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচেই রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে সাড়ে ৫ শতাংশ। চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ করা হচ্ছে।
যদিও বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে থাকবে। বরাদ্দের দিক থেকে আগামী বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব থাকবে বলে জানা গেছে।
জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছর গত ছয় মাসে এডিপি খাতে খরচ হয়েছে মাত্র ৪০ হাজার কোটি টাকা। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। নভেম্বর পর্যন্ত ৫ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করতে পেরেছে ১ লাখ ৫৯ হাজার ১৫ কোটি টাকা। অথচ এ বছর ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। রাজস্ব আদায় বাড়াতেই গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট-শুল্ক বাড়িয়েছে সরকার।
উল্লেখ্য, চলতি ২০২৫-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার মূল বাজেট ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে তা সংশোধন করে সাড়ে ৭ লাখ কোটি টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৭লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে