ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
সাড়ে ৮ লাখ কোটি টাকার বাজেট আসছে, ব্যবসাবান্ধব কর ব্যবস্থার প্রতিশ্রুতি
ডুয়া ডেস্ক : আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হতে পারে সাড়ে ৮ লাখ কোটি টাকা। দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী বাজেটে ৭ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে, যেখানে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সাড়ে ৫ শতাংশ।
নতুন বাজেটে কৃষি, সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রাখা হবে। একইসঙ্গে ব্যবসাবান্ধব কর ব্যবস্থাপনার প্রতিশ্রুতিও থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেট বক্তব্য হবে সংক্ষিপ্ত, যা ৫০ থেকে ৬০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
সংবিধান অনুযায়ী, সাধারণত রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ না থাকায় এবার সেই সুযোগ থাকছে না। ফলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এবং এটি টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আগামী জুনের শুরুতেই ঈদুল আজহা থাকায় বাজেট ঘোষণা করা হতে পারে ওই মাসের প্রথম সপ্তাহেই। এর আগে, ২০০৭-০৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম একইভাবে টেলিভিশনে বাজেট ঘোষণা করেছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্য তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। বাজেট বক্তব্যে অন্তর্ভুক্তির জন্য সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার গত ১৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। সেখানে চলতি অর্থবছরের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোর নীতি, আইন, পরিকল্পনা, বাস্তবায়িত সংস্কার কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ অর্জনগুলো বাজেট বক্তব্যে অন্তর্ভুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সে কারণে আগামী অর্থবছরের নতুন বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকবে বলে জানা গেছে।
চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশের মতো। আগামী অর্থবছরেও বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচেই রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে সাড়ে ৫ শতাংশ। চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ করা হচ্ছে।
যদিও বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে থাকবে। বরাদ্দের দিক থেকে আগামী বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব থাকবে বলে জানা গেছে।
জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছর গত ছয় মাসে এডিপি খাতে খরচ হয়েছে মাত্র ৪০ হাজার কোটি টাকা। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। নভেম্বর পর্যন্ত ৫ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করতে পেরেছে ১ লাখ ৫৯ হাজার ১৫ কোটি টাকা। অথচ এ বছর ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। রাজস্ব আদায় বাড়াতেই গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট-শুল্ক বাড়িয়েছে সরকার।
উল্লেখ্য, চলতি ২০২৫-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার মূল বাজেট ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে তা সংশোধন করে সাড়ে ৭ লাখ কোটি টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৭লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির