ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ধর্ম নিয়ে 'কটুক্তি' তদন্তে ঢাবির কমিটি গঠন

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ মার্চ ২০ ১৯:১৬:৫৯
ধর্ম নিয়ে 'কটুক্তি' তদন্তে ঢাবির কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি: সনাতন ধর্মের বিভিন্ন বিষয়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কটুক্তি করছেন এমন অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু সায়েম সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে লাগাতার অশ্লীল, অরুচিকর কটুক্তি করে যাচ্ছে। তার এই ধর্ম অবমাননাকর মন্তব্য বিশ্ববিদ্যালয় তথা সমগ্র দেশের হিন্দু জনগোষ্ঠীকে ক্ষব্ধ করে তুলেছে এবং সাম্প্রাদায়িক স্থিতিশীলতাকে নষ্ট করছে।’

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আনা সেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে পর্যবেক্ষণ ও সুপারিশ প্রদানের জন্য উপাচার্য পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সান্টু বড়ুয়াকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম, জগন্নাথ হলেরাতে র প্রভোস্ট দেবাশীষ পাল, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক মোস্তাক আহমেদকে রাখা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত