ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ঈদ যেদিন 

২০২৫ মার্চ ১৫ ১৯:২৩:০২
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ঈদ যেদিন 

ডুয়া ডেস্ক: পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয় যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামী ৩০ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এদিকে চাঁদের স্থানাঙ্ক পরিমাপ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩০ মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত।

গত ১৩ মার্চ বাংলাদেশ আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) হবে। তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১ এপ্রিল (মঙ্গলবার)। যদিও সরকার ৩০ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে।

আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, ৩০ মার্চ সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে দেড় দিন (১.০৫২৪ দিন)। সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার এক ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে।

আবহাওয়া অধিদপ্তরের আরেকজন আবহাওয়াবিদ জানান, ৩০ মার্চ চাঁদের বয়স দেড় দিনেরও বেশি থাকবে এবং চাঁদ দিগন্তের সাথে ১৪ ডিগ্রি কোণে উচ্চতায় থাকবে। এ কারণে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি।

এ অনুযায়ী, ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা বেশি এবং ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, চান্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। সে অনুযায়ী, আগামী ৩০ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটি ৬৪ জেলার জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা চাঁদ দেখা কমিটি থেকে তথ্য সংগ্রহ করে চাঁদ দেখার সিদ্ধান্ত জানায়। জেলা কমিটিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারা জেলা কমিটির সিদ্ধান্ত ফোনে জাতীয় কমিটিকে জানিয়ে দেন। পরবর্তীতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম বিষয়ক উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে