ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
বকেয়া বিরোধে আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি কমেছে

ডুয়া নিউজ: ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার থেকে বাংলাদেশে নভেম্বর মাসে বিদ্যুৎ আমদানি প্রায় এক তৃতীয়াংশ কমেছে। ভারতের সরকারি পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ পায়, যা মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া নিয়ে বিরোধের কারণে নভেম্বর মাসে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ করেই কমিয়ে দেয় আদানি।
২০১৭ সালে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে একটি ২৫ বছরের বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করে আদানি পাওয়ার। গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করা হয়, তা বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ।
বর্তমানে, বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বাংলাদেশ আদানিকে বিদ্যুৎ সরবরাহ মূল্য পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে, কারণ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের অন্যান্য কেন্দ্রগুলোর তুলনায় আদানির বিদ্যুতের দাম সর্বোচ্চ।
গত আগস্টে, শেখ হাসিনার পতনের আগের ১২ মাসে বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ৯ শতাংশ সরবরাহ করেছে গড্ডা প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী, গড্ডা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে বাধ্য।
ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের আঞ্চলিক বিদ্যুৎ কমিটির তথ্যে দেখা গেছে, নভেম্বর মাসে বাংলাদেশে ৪৫০ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ রপ্তানি করেছে গড্ডা প্ল্যান্ট, যা বার্ষিক হিসাবে ৩২.৮ শতাংশ কম।
এটি আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির জন্য মাসিক হিসাবে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় পতন। গত বছরের ডিসেম্বরের পর থেকে আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে।
শীতকাল শুরু হওয়ায় বাংলাদেশে বিদ্যুতের ব্যবহার ও চাহিদা কম থাকলেও, বার্ষিক চাহিদা প্রায় ৫.৬ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে, আদানির কাছ থেকে আমদানি কমে যাওয়ায় বাংলাদেশ এখন জ্বালানি তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকছে।
এদিকে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার নভেম্বরে ৪৭.৮ শতাংশ বাড়ার খবর পাওয়া গেছে। টানা ২১ মাসের হ্রাসের পর তিন মাসে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার বৃদ্ধি ঘটেছে।
বাংলাদেশের বিদ্যুৎশক্তি সঞ্চালন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন ১০ শতাংশের বেশি বেড়েছে, যা টানা পাঁচ মাস পতনের পর হয়েছে। অন্যদিকে, কয়লা-চালিত বিদ্যুৎ উৎপাদন টানা তৃতীয় মাসের মতো হ্রাস পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর