ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আতঙ্কে উপদেষ্টা আসিফ নজরুল

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৩:০৭:৩৬
আতঙ্কে উপদেষ্টা আসিফ নজরুল

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি তাঁর ফেসবুক পোস্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও প্রশাসন ক্ষমতাসীন দলের পক্ষ নিত কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। পুলিশ-প্রশাসন বিভক্ত এবং কোনো দলের একক আধিপত্য নেই। ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে যদি সংঘর্ষ হয় তবে উভয়পক্ষই নিজেদের অস্তিত্বের লড়াই মনে করে মারামারি করবে এবং এতে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে।

আসিফ নজরুল তাঁর পোস্টে হতাশা ব্যক্ত করে বলেন, তিনি সাধারণত কোনো কিছুকে ভয় পান না তবে "ভাইদের" (ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের) "রক্তের নেশায়" মত্ত হতে দেখলে তাঁর ভয় লাগে, আতঙ্ক হয় এবং হতাশ লাগে। তিনি উল্লেখ করেন, ৬ মাস আগেও তাঁরা একসঙ্গে টিয়ারগ্যাস ও রাবার বুলেট খেয়েছেন অথচ এখন তাঁদের মধ্যে "গ্যাঞ্জাম" (সংঘর্ষ) কোনোভাবেই সুখকর হতে পারে না।

ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি হুমকি-ধমকিকে তিনি খারাপ ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছেন। তিনি মনে করেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় সংগঠনের সিনিয়র নেতাদের হস্তক্ষেপ করা জরুরি। তিনি আল্লাহর কাছে সবার হেফাজত এবং সঠিক জ্ঞান ও বুঝ প্রার্থনা করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে