ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

২০২৬ জানুয়ারি ২২ ১৮:০৮:৩৯

মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনি প্রচারণা চলাকালে জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে মিরপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। জনসভায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের জনসভা ও প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিজিবির এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত