ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সামরিক চিকিৎসা সহযোগিতায় ঢাকায় মার্কিন জেনারেল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা সক্ষমতা উন্নয়ন ও সামরিক স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় পাঁচ দিনের সফর করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক চিকিৎসা কর্মকর্তা মেজর জেনারেল ই. ড্যারিন কক্স। তার এই সফরকে দুই দেশের সামরিক চিকিৎসা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
গত ১৮ জানুয়ারি শুরু হওয়া সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তার ঢাকা সফর শেষ হচ্ছে। সফরকালে সামরিক চিকিৎসা বিশেষজ্ঞ বিনিময় এবং ভবিষ্যতে যৌথ মহড়া আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বৃহস্পতিবার এক বিবৃতিতে মেজর জেনারেল কক্সের এই সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরটি দুই দেশের সামরিক স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের অংশ।
মেজর জেনারেল ই. ড্যারিন কক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের আওতাধীন ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক চিকিৎসা ব্যবস্থাপনায় একজন প্রভাবশালী নেতৃত্বস্থানীয় কর্মকর্তা।
বিবৃতিতে আরও বলা হয়, এই সফর যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের অংশীদারিত্বমূলক উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য হলো অংশীদার দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা। সফরের অংশ হিসেবে তিনি ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন।
আলোচনা ও পরিদর্শনের মধ্য দিয়ে ভবিষ্যতে সামরিক চিকিৎসার গুরুত্বপূর্ণ খাতে বিশেষজ্ঞ বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ ও মহড়ার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, মেজর জেনারেল ড্যারিন কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই একটি বাস্তব প্রতিফলন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল