ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ঢাকার রাস্তায় নামছে গোলাপি রঙের বাস, উঠতে মানতে হবে যে নিয়ম

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:৪৩:১১
ঢাকার রাস্তায় নামছে গোলাপি রঙের বাস, উঠতে মানতে হবে যে নিয়ম

ডুয়া নিউজ: সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকায় ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে এবং এই রুটে প্রায় ২ হাজার ৬১০টি বাস চালানো হবে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে উঠবেন এবং সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে।

তিনি আরও জানান, গত ১৬ বছর ধরে রাজধানীতে বাস-মিনিবাস চালকদের দ্বারা কন্টাক্টে গাড়ি চালানো হয়। যার ফলে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঘটনা বৃদ্ধি পায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভায় সিদ্ধান্ত হয়েছে যে, গাড়ির মালিকরা চালকদের সাথে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক ও মাসিক ভিত্তিতে চুক্তি করবেন এবং টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন।

সাইফুল আলম জানান, যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না।এ বিষয়ে যাত্রী সাধারণকে অনুরোধ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে