ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৯:৫৫:০৫
তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ: বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরেই রাস্তা অবরোধ করে আন্দোলন করছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এবার রেলপথ অবরোধ করেছে তারা। তাদের এ আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ’বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা। তাদের আন্দোলনে সাধারণ মানুষও অতিষ্ঠ।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ’তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।’

তিনি বলেন, ’বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেললাইন অবরোধ করা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সেখান থেকে জনগণই তুলে দেবে। তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ম’হান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ’দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে