ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুন নিয়ন্ত্রণে

২০২৫ নভেম্বর ২৬ ১২:৫২:৩৯

শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের চতুর্থ তলায় বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লেগেছে। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়।

মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ইনসপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার মাত্র ১৮ মিনিটের মধ্যে বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়। সূত্রের খবর, হাসপাতালের এই ব্লকের চতুর্থ তলায় আগুন লাগলেও এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং হাসপাতালের ভেতরে কেউ আটকে পড়েনি।

এই আগুন নিয়ন্ত্রণে দ্রুত কার্যক্রম এবং সাতটি ইউনিটের সহযোগিতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিয়মিত তত্ত্বাবধান ও দ্রুত সাড়া দেওয়ার ফলে এমন পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতি রোধ করা যায়। আগুন লাগার কারণ অনুসন্ধান ও তদন্ত কাজ এখনো চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত