ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্প কি আল্লাহর নিদর্শন? ইসলাম যা বলে

২০২৫ নভেম্বর ২১ ১২:০৬:৩৯

ভূমিকম্প কি আল্লাহর নিদর্শন? ইসলাম যা বলে

ডুয়া ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ মানুষের অসহায়ত্ব ও সৃষ্টিকর্তার মহাশক্তির কথা গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে ভূমিকম্প যা আল্লাহর শক্তি, সতর্কবার্তা ও বান্দাদের প্রতি দয়া প্রদর্শনের একটি নিদর্শন। এ ধরনের পরিস্থিতিতে মানুষকে আরও বিনীত হওয়া, আল্লাহকে বেশি স্মরণ করা এবং কেবল তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করার কথা ইসলাম নির্দেশ করে।

কোরআনে আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী বহু জাতির কাছে নবী-রাসুল পাঠানো হয়েছিল। যাতে তারা বিপদে-আপদে নম্র হয়ে তাঁর দিকে ফিরে আসে। ক্ষুধা, দারিদ্র্য, রোগ-ব্যাধি এসব পরীক্ষার মধ্য দিয়েই তাদের সামনে আল্লাহর নসিহত তুলে ধরা হয়েছিল। কিন্তু তারা যখন উপদেশগুলো ভুলে গেল, তখন তাদের জন্য বস্তুগত সমৃদ্ধির সব দরজা খুলে দেওয়া হয়। আর যখন তারা তাতে মত্ত হয়ে উঠল, তখন হঠাৎ তাদের পাকড়াও করা হলো ফলে তারা হতাশায় ডুবে গেল। (সুরা আনআম: ৪২–৪৪)

ইসলামি আলেমদের মতে, ভূমিকম্পসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বেশি করে ইস্তেগফার পড়া, দোয়া করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা মুস্তাহাব। ঠিক যেভাবে সূর্য ও চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায় করাকে মুস্তাহাব বলা হয়েছে।

তীব্র ঝড়ো হাওয়ার সময় রাসুল (সা.) যে দোয়াটি পড়তেন তা হলো-

اللَّهُمَّ إِنِّي أَسأَلك خَيرهَا وَخير مَا فِيهَا وَخير مَا أرْسلت بِهِ وَأَعُوذ بك من شَرها وَشر مَا فِيهَا وَشر مَا أرْسلت بِهِউচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ও খাইরা মা ফীহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউজুবিকা শাররাহা ওয়া শাররা মা ফীহা ওয়া শাররা মা উরসিলাত বিহি।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে এর কল্যাণ চাই, এর ভেতরের কল্যাণ চাই এবং যেসব কল্যাণসহ এটি প্রেরিত হয়েছে তা চাই। আর আমি আপনার কাছে এর অনিষ্ট, এর ভেতরে থাকা অনিষ্ট এবং যেসব অনিষ্টসহ এটি পাঠানো হয়েছে সবকিছু থেকে আশ্রয় চাই। (সহিহ মুসলিম)

যদিও ভূমিকম্পের জন্য রাসুল (সা.) থেকে বিশেষ কোনো দোয়া প্রতিষ্ঠিত হয়নি, তবে উপরোক্ত দোয়াটি পড়া যায়। পছন্দ অনুযায়ী কোরআন–হাদিসের অন্যান্য দোয়াও পড়া যায়।

বিপদে নবি ইউনুস (আ.) যে দোয়া পড়েছিলেন-

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَউচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন।

এ ছাড়া রাসুল (সা.) বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার নিম্নোক্ত দোয়াটি পড়বে, তাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারবে না-

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُউচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।

এই দোয়াগুলো যে কোনো বিপদ, ভীতি বা দুর্যোগের সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার উত্তম মাধ্যম হিসেবে বিবেচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত