ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আইসিসির কড়া নিয়মে ধরা খেলেন বাবর

২০২৫ নভেম্বর ১৮ ১৭:৪৩:০৬

আইসিসির কড়া নিয়মে ধরা খেলেন বাবর

নিজস্ব প্রতিবেদক :শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার অভিযোগে পাকিস্তানের ক্রিকেট তারকা বাবর আজমের বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নিয়েছে। সিরিজে সর্বোচ্চ রান করার পরও তাকে শাস্তি এড়াতে পারেনি। আইসিসি বাবরকে কোড অব কন্ডাক্ট লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে এবং তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে। এটি তার গত ২৪ মাসের প্রথম অপরাধ।

তৃতীয় ওয়ানডের ২১তম ওভারে আউট হওয়ার পর বাবর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এই আচরণ আইসিসির আচরণবিধি ২.২ ধারার ‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার’–এর আওতায় পড়ে। ম্যাচ রেফারি আলী নাকভি মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদন অনুযায়ী শাস্তির সুপারিশ করেন। বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-১ অপরাধে ন্যূনতম সতর্কবার্তা থেকে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে। বাবরের ক্ষেত্রে ম্যাচ ফির ১০ শতাংশ ও একটি ডিমেরিট পয়েন্ট আরোপ করা হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত