ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জাতীয়করণের আশ্বাসে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

২০২৫ জানুয়ারি ২৮ ১৯:৩৪:০৪
জাতীয়করণের আশ্বাসে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

ডুয়া নিউজ: বাংলাদেশ সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে, দীর্ঘদিন ধরে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এ খবর জানান। তিনি বলেন, চলতি বছর থেকেই শিক্ষকদের অন্যান্য দাবির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা এবং নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

দীর্ঘদিনের আন্দোলনের পর, ইবতেদায়ি শিক্ষকরা এই সিদ্ধান্তে আনন্দিত এবং সরকারের পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা গত ১৯ জানুয়ারি থেকে তাদের দাবির জন্য আন্দোলন শুরু করেন। তারা জাতীয়করণের পাশাপাশি বেশ কয়েকটি দাবি তুলে ধরেন, যার মধ্যে ছিল:

  • ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার;
  • রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলোর জন্য কোড নম্বর বরাদ্দ;
  • আলাদা নীতিমালা এবং স্বীকৃতি প্রদান;
  • প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগ;
  • প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা।

এই পদক্ষেপের ফলে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি পূরণ হওয়ায় তাদের কর্মসূচি বাতিল করে দিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে