ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত

২০২৫ জানুয়ারি ২৮ ১৮:২৫:৪৩
ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত

ডুয়া নিউজ: শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় শাহবাগে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এই তথ্য জানান। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হয়।

এস এম মাসুদুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে এবং শিক্ষকরা পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে।

এদিকে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের জন্য গতকাল সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।

এরও আগে রবিবার দুপুরে শাহবাগে ছয় দফা দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা কর্মসূচির সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে, যার ফলে ছয় শিক্ষক আহত হন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে