ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

২০২৫ জানুয়ারি ২৭ ২১:৩৫:৫০
নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

ডুয়া নিউজ: শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিভাগের বিচারের আওতায় নিয়ে আসার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা করেছেন তাঁরা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং হামলার ঘটনায় জড়িত নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তাদের, বিশেষ করে এসি ও ওসির প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের ছাত্র মইনুল হোসেন বলেন, “পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে, যার দায়ভার তাদের নিতে হবে।”

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে