ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ছাদের কার্নিসে ঝুলে থাকা ছাত্রকে গুলি করা সেই পুলিশ গ্রেপ্তার

২০২৫ জানুয়ারি ২৬ ২৩:০১:০৫
ছাদের কার্নিসে ঝুলে থাকা ছাত্রকে গুলি করা সেই পুলিশ গ্রেপ্তার

ডুয়া নিউজ: রামপুরায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তাকে গ্রেপ্তার করে। দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানান, "ভালো খবরটি" আসল। তিনি লিখেছেন, “রামপুরার ছাদে ঝুলে থাকা ছাত্রের ওপর গুলি করা পুলিশ কর্মকর্তার নাম চিহ্নিত করা হয়েছে। তাকে খাগড়াছড়িতে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি স্বীকারোক্তিও দিয়েছেন।”

পিনাকী আরো জানান, “এটা ছিল এক অবিশ্বাস্য গোয়েন্দা কাহিনী। বিস্তারিত পরে জানাবো এবং এই কাজের জন্য সরকারের বিশেষায়িত টিমের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।” তিনি আরও লিখেছেন, "প্রাউড অব ইউ কমরেডস। ইনকিলাব জিন্দাবাদ।"

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় একটি নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে পুলিশ গুলি করছে। ওই সময় পুলিশের ছয় রাউন্ড গুলির পরও আমির সেখানে ঝুলে ছিলেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে