ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

২০২৫ অক্টোবর ২৯ ১৩:২৭:২৯

আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে আজ (বুধবার) সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ (২৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

প্রথম দিন (২৯ অক্টোবর)

রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন (৩০ অক্টোবর)

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

তৃতীয় দিন (৩১ অক্টোবর)

রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

চতুর্থ দিন (১ নভেম্বর)

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পঞ্চম দিন (২ নভেম্বর)

ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

ঢাকার বর্তমান অবস্থা:

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।

সর্বশেষ তাপমাত্রা ও বৃষ্টিপাত:

গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত ছিল খুবই কম। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমিল্লায় ৫৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের রাঙ্গামাটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় “মোন্থা” ক্রমান্বয়ে দুর্বল হলেও এর প্রভাবে সারাদেশে বৃষ্টি চলতে থাকবে এবং নভেম্বরের শুরুতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত