ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
মার্জিন ঋণ আতঙ্কে কাঁপছে শেয়ারবাজার, আঙুল বিএসইসির দিকে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যখন শেয়ারবাজারকে 'নেগেটিভ ইকুইটি'র ফাঁদ থেকে মুক্ত করতে মার্জিন ঋণ নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে, তখন এই কঠোর নিয়মের আতঙ্কে কাঁপছে দেশের শেয়ারবাজার। নিয়ন্ত্রক সংস্থা দাবি করছে, নতুন এই বিধিমালা ঋণদাতা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী— উভয়কে সুরক্ষা দেবে। তবে বিনিয়োগকারীদের একটি অংশ মনে করছে, এই সংস্কার মূলত বাজারকে আরও পঙ্গু করে দেওয়ার কৌশল।
বিএসইসি দ্রুতই সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হবে বলে জানিয়েছে। এই সিদ্ধান্তের কারণে বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। গত ০৫ সেপ্টেম্বর ডিএসই-এর প্রধান সূচক ৫ হাজার ৪৪৭ পয়েন্টের বেশি থাকলেও, মার্জিন ঋণের আতঙ্কে তা ক্রমাগত কমছে। এক দিনে বাড়লে পরের দুই দিন কমছে। এই সময়ের মধ্যে ডিএসই-এর সূচক প্রায় ৩৬১ পয়েন্ট কমেছে এবং বাজার মূলধন কমেছে প্রায় ২৯ হাজার কোটি টাকা।
নিয়ন্ত্রক সংস্থা বলছে, তারা শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থেই মার্জিন ঋণে পরিবর্তন আনছে। অন্যদিকে, বিনিয়োগকারীরা অভিযোগ করছেন, যাদের জন্য এই নিয়ম, সেই বিনিয়োগকারী বা ব্রোকারেজ হাউজগুলোর কাউকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়নি। বিনিয়োগকারী এবং ব্রোকারেজ হাউজগুলো এই পরিবর্তনের বিরুদ্ধে থাকলেও, নিয়ন্ত্রক সংস্থা 'বিনিয়োগকারীদের দোহাই দিয়ে' এই নিয়ম আনছে— যা বর্তমানের দুর্বল শেয়ারবাজারকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে বলে তারা মনে করছেন।
আরও পড়ুন-
নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
আজ সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬.৮৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭২.৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৯.১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮১টির দর বেড়েছে, ২৬০টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৬৭ কোটি ৩৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টির, কমেছে ১০৬টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭০.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭.৩৫ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি