ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শেষ উইকেটে ইতিহাস গড়লেন রাবাদা

২০২৫ অক্টোবর ২২ ১৯:০৮:০৫

শেষ উইকেটে ইতিহাস গড়লেন রাবাদা

স্পোর্টস নিউজ:নবম উইকেটে কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে দুর্দান্ত লড়াই গড়েন মাথুসামি। দুজন মিলে যোগ করেন ৭১ রানের জুটি। ৩০ রান করে মহারাজ ফেরার পরও থামেননি মাথুসামি। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। শেষ উইকেটে রাবাদাকে সঙ্গে নিয়ে আরও ৯৮ রান যোগ করেন তিনি—যা টেস্ট ইতিহাসে শেষ উইকেটে সপ্তম সর্বোচ্চ জুটি।

রাবাদা ব্যাট হাতে ছিলেন ঝড়ো মেজাজে। মাত্র ৩৮ বলেই তুলে নেন ফিফটি এবং শেষ পর্যন্ত ৬১ বলে ৭১ রানে থামেন। ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ইনিংসে ভাঙেন ১১৯ বছরের পুরোনো রেকর্ড—১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে আলবার্ট ভোগলারের করা ৬২ রানের ইনিংস ছিল প্রোটিয়াদের হয়ে ১১ নম্বর ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।

রাবাদা আউট হয়ে গেলে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে অপরাজিত থাকতে হয় মাথুসামিকে। ১৫৫ বলে ৮৯ রানে তিনি ফিরেন অপরাজিত অবস্থায়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থামে ৪০৪ রানে, যা তাদের এনে দেয় ৭১ রানের লিড।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত