ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকারের জিরো টলারেন্স: অনলাইন জুয়া ও পর্নো বন্ধ      

২০২৫ অক্টোবর ১৬ ১৫:০১:৪৭








সরকারের জিরো টলারেন্স: অনলাইন জুয়া ও পর্নো বন্ধ




 
 



 

নিজস্ব প্রতিবেদক : সরকার অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানানো হয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখার জন্য চার দফা নির্দেশনা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার বৃদ্ধি পাওয়ায় সরকারের এই পদক্ষেপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী অনৈতিক কনটেন্ট বা জুয়ার বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের সকল পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান ও অ্যাপের মাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। পাশাপাশি মিডিয়া সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদেরও এসব কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশি ও বিদেশি ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা ডিজিটাল প্ল্যাটফর্মেও জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার, লিঙ্ক বা বিজ্ঞাপন প্রদান করা যাবে না। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) এসব কনটেন্ট মনিটর করবে এবং প্রয়োজনবোধে ব্লকিং, জরিমানা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মোবাইল কোম্পানি, আইএসপি, গুগল অ্যাডসেন্স ও আন্তর্জাতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলোকে স্থানীয় আইন এবং নৈতিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে পপ-আপ ব্লকিং ও ফিল্টারিং নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, নিরাপদ ও নৈতিক সাইবার স্পেস গঠনে সরকারি সংস্থা, মিডিয়া, প্রযুক্তি কোম্পানি ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। অনলাইনে যদি কেউ জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট দেখেন, তবে তা [email protected] ঠিকানায় রিপোর্ট করার জন্য বলা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী, জুয়ার বিজ্ঞাপনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্লক করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই ও বিএফআইইউ যৌথভাবে এই কার্যক্রমে দায়িত্ব পালন করবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত