ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ক্রিকেটের মাঠে রাবেয়া-ফাহিমার নতুন গতি

২০২৫ অক্টোবর ১৪ ১৯:৩৩:০৪

ক্রিকেটের মাঠে রাবেয়া-ফাহিমার নতুন গতি

নিজস্ব প্রতিবেদক :আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের রাবেয়া খান ও ফাহিমা খাতুন। সর্বশেষ প্রকাশিত আইসিসি নারী ওয়ানডে র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তাদের অবস্থানে।

বল হাতে দুর্দান্ত পারফর্ম করে রাবেয়া খান তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৮ নম্বরে, আর ফাহিমা খাতুন উন্নতি করেছেন ১৮ ধাপ, এখন তিনি ২৭তম স্থানে। অলরাউন্ডারদের তালিকাতেও সুখবর এসেছে—২৩ ধাপ এগিয়ে রাবেয়া এখন ২৬ নম্বরে, ফাহিমা এগিয়েছেন ১৫ ধাপ, অবস্থান ২৭তম স্থানে।

ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারী, যিনি ১৫ ধাপ এগিয়ে এখন ৭০ নম্বরে অবস্থান করছেন। লেগ স্পিনিং অলরাউন্ডার ফাহিমাও ব্যাটিংয়ে উন্নতি করে ৯২তম স্থানে উঠেছেন।

তবে অভিজ্ঞ ব্যাটার নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় র‍্যাংকিংয়ে পিছিয়েছেন। ফারজানা সাত ধাপ নেমে ৩৯ নম্বরে, আর জ্যোতি পিছিয়েছেন নয় ধাপ, এখন আছেন ৩৬তম স্থানে।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন শারমিন আক্তার সুপ্তা, যিনি বর্তমানে ৩১তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে, বোলারদের তালিকায় নাহিদা আক্তার দুই ধাপ পিছিয়ে শীর্ষ দশ থেকে ছিটকে ১১ নম্বরে নেমে গেছেন, আর মারুফা আক্তার চার ধাপ পিছিয়ে এখন ৪৫তম স্থানে।

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল টাইগ্রেসরা, তবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে শেষ পর্যন্ত হারতে হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের মেয়েদের।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত