ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

নাসিরের ব্যাটে-বলে আগুন, এনসিএল মুকুট রংপুরের

২০২৫ অক্টোবর ১২ ২২:০০:৪৭

নাসিরের ব্যাটে-বলে আগুন, এনসিএল মুকুট রংপুরের

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রংপুরের জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন, যিনি ব্যাট হাতে ৪৬ রান এবং বল হাতে দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা বিভাগ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে। মোহাম্মদ মিঠুন দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। জবাবে রংপুর ১৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নাসির হোসেনের ৪৬ এবং নাঈম ইসলামের অপরাজিত ৪০ রানের সুবাদে সহজেই জয় পায় রংপুর।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত