ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

কক্সবাজারে শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট

২০২৫ অক্টোবর ০৯ ১৯:১৫:২৬

কক্সবাজারে শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক :প্রথমবারের মতো কক্সবাজারে আয়োজিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫, যা ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। এই তিন দিনের উৎসবকে ঘিরে কক্সবাজার রূপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলায়। বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষ ১৬টি কর্পোরেট দল, যেখানে থাকবেন প্রায় ৩২০ জন খেলোয়াড়, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা।

খেলাধুলার পাশাপাশি টুর্নামেন্টে থাকছে কনসার্ট, দেশীয় ও আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল এবং বিচ ক্লিনিং ক্যাম্পেইনসহ সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। প্রতিদিন প্রায় ২০,০০০ দর্শক এবং কোটি সংখ্যক ডিজিটাল দর্শক এই উৎসবের অংশ হবেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ৯ অক্টোবর ২০২৫, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন, এবং আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরা ভিশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রবিউর রহমান (রবিন), পরিচালক আহসান আলী, ইমরান হোসেন বাধন, তুহিন বেপারী এবং চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল। এছাড়াও ইমপ্লিমেন্টেশন পার্টনার স্পেলবাউন্ড এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাবিবুল বাশার সুমন বলেন, “দেশের কর্পোরেট হাউসগুলো যদি খেলাধুলা, সমাজ ও পরিবেশের উন্নয়নে এভাবে এগিয়ে আসে, তবে বাংলাদেশ আরও প্রাণবন্ত ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।” অনুষ্ঠানের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল বলেন, “এই আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি জাতীয় ঐক্য, কর্পোরেট সম্প্রীতি, সংস্কৃতির উৎসব এবং পর্যটন প্রসারের এক অনন্য উদাহরণ।”

টুর্নামেন্ট কক্সবাজারের সমুদ্র সৈকতকে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্র হিসেবে তুলে ধরবে। বিচ ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড় ও দর্শকরা ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতার একত্রিত আনন্দ উপভোগ করতে পারবেন। তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করা এবং দেশের কর্পোরেট ও ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে সংযোগ সৃষ্টি করা এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

অতিথিরা আরও জানান, শারীরিকভাবে চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্য Physically Challenged Cricketers Cricket Carnival – Season আয়োজন করা হবে, যেখানে দেশের আটটি বিভাগের ৮টি দল অংশ নেবে। এছাড়াও, বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ১২ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে ভিক্টোরি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডুয়া/নয়ন

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত