ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সেভিয়ার কাছে লজ্জার হার বার্সেলোনার

২০২৫ অক্টোবর ০৬ ০৯:৩৯:২৬

সেভিয়ার কাছে লজ্জার হার বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: লা লিগার শীর্ষে ওঠার সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারল না বার্সেলোনা। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্বল পারফরম্যান্সে সেভিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে কাতালান ক্লাবটি। পেনাল্টি মিস, রক্ষণভাগের ভুল আর নিষ্প্রভ আক্রমণ—সব মিলিয়ে রোববার রাতে সেভিয়ার মাঠে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করে বার্সা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল স্বাগতিক সেভিয়া। ১৩তম মিনিটে বার্সেলোনার সাবেক খেলোয়াড় আলেক্সিস সানচেস পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন। এরপরই ব্যবধান দ্বিগুণ করেন ইসাক রোমেরো। বার্সেলোনার রক্ষণভাগের অসতর্কতা কাজে লাগিয়ে সহজ গোল পান তিনি।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড। পাউ কুবার্সির পাস ধরে দারুণ ফিনিশিংয়ে লা লিগায় নিজের প্রথম গোলের দেখা পান এই ইংলিশ ফরোয়ার্ড। এতে কিছুটা আশা জাগলেও দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি হান্সি ফ্লিকের দল। বরং ৭৩তম মিনিটে পাওয়া পেনাল্টি বাইরে মেরে হতাশ করেন রবার্ট লেভানদোভস্কি। এর পরেই যেন ছন্দ হারিয়ে ফেলে বার্সেলোনা। শেষ মুহূর্তে হোসে আনহেল কারমোনা ও যোগ করা সময়ে অ্যাকর অ্যাডামসের গোল সেভিয়ার জয় নিশ্চিত করে।

চোটের কারণে লামিনে ইয়ামাল ও রাফিনহা-সহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই খেলতে নেমেছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দ্বিতীয় হার দেখল তারা। এই হারে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে সেভিয়া।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত