ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সাবেক ২ এমপিসহ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১২:১৫:৪২

সাবেক ২ এমপিসহ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস দমন আইনের আওতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সাবেক এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী (৩২৪)।

ডিবি জানায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের আওতায় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত