ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

যে কারণে ট্রফি নিল না ভারত

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০৮:৩২:১১

যে কারণে ট্রফি নিল না ভারত

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই শেষ হলেও মাঠের বাইরের নাটক যেনো থামছে না। শিরোপা জয় উদযাপনেও তৈরি হয়েছে বড়সড় বিতর্ক, যা ক্রিকেটবিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। কিন্তু পুরো অনুষ্ঠানজুড়েই তিনি ছিলেন নীরব।

পুরস্কার বিতরণীর শেষ মুহূর্তে সবচেয়ে নাটকীয় দৃশ্য দেখা যায়। ভারতীয় ক্রিকেটাররা নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। পরে ট্রফি ভেতরে নিয়ে যাওয়া হয় এবং ক্রিকেটাররা ট্রফি ছাড়াই মঞ্চে উঠে দলগত ছবি তোলেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের নির্দেশেই নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল।

অন্যদিকে পাকিস্তানের খেলোয়াড়রা রানার্সআপের মেডেল গ্রহণ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। রানার্সআপের চেক তুলে দেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা তাঁদের অন্যান্য পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে। ক্রিকেটের ইতিহাসে বিরল এই ঘটনা ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত