ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ভর্তি তালিকার শীর্ষে নর্থ সাউথ, ড্যাফোডিল ও ব্র্যাক

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৩:৫১:৫৩

ভর্তি তালিকার শীর্ষে নর্থ সাউথ, ড্যাফোডিল ও ব্র্যাক

ইনজামামুল হক পার্থ: ১৯৯২ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রায় ৩৩ বছরের মধ্যে ১০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বহু বিশ্ববিদ্যালয়ই ভাড়ার অফিস থেকে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে, ফলে শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বেড়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২৩ সালের ৫০তম বার্ষিক প্রতিবেদনের (মার্চে প্রকাশিত ও সম্প্রতি প্রিন্ট সংস্করণে) তথ্য অনুযায়ী, বর্তমানে ১১০টি অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১০৩টি কার্যক্রম চালাচ্ছে এবং মোট ৩,৫৮,৪১৪ শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে। এর মধ্যে ১,২৫,০১০ জন নারী (২ জন তৃতীয় লিঙ্গসহ) এবং ৮২৬ জন আন্তর্জাতিক শিক্ষার্থী।

প্রতিবেদন অনুযায়ী, ভর্তি সংখ্যায় শীর্ষে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ২৩,১১৩ শিক্ষার্থী নিয়ে, এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ২১,৩০৩, ব্র্যাক ইউনিভার্সিটি ১৭,৩২৫ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ১২,২২০ শিক্ষার্থী নিয়ে। সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি রয়েছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজিতে, মাত্র ৫৩ জন।

২০২২ সালের ৩ লাখ ৪১ হাজার ৯৮ শিক্ষার্থী থেকে ২০২৩ সালে ভর্তি সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪১৪-এ বৃদ্ধি পেয়েছে, যা ৪.৮৩% বৃদ্ধি এবং ১৭,৩১৬ নতুন শিক্ষার্থীকে সংযোজন করেছে। ইউজিসির তথ্য অনুযায়ী, এই প্রবৃদ্ধি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর জনপ্রিয়তা প্রতিফলিত করছে, বিশেষ করে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নানা চ্যালেঞ্জের মুখোমুখি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির সংখ্যা বাড়ছে কারণ সেগুলোতে শৃঙ্খলা আছে এবং রাজনীতি নেই, যা অভিভাবকদের মানসিক শান্তি দেয়। শিক্ষার্থীরা সময়মতো সনদপত্র পায়। বর্তমানে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো ফলাফল করছে, শিক্ষাদান, গবেষণা ও জ্ঞান সৃষ্টি—যা মূলত বিশ্ববিদ্যালয়ের মূল কাজ—এইগুলোর ওপর মনোনিবেশ করছে, যা আজকের পাবলিকে নেই।”

তিনি আরও বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন জাতীয় রাজনীতির, সংঘর্ষের, দুষ্টুমি ও পদপ্রাপ্তির জন্য কৌশল গ্রহণের সঙ্গে জড়িত। তাই অভিভাবক ও শিক্ষার্থীরা প্রাইম বছরগুলো নষ্ট না করতে এগুলো এড়াচ্ছে।”

২০২৩ সালে ভর্তি অনুযায়ী শীর্ষ ও ন্যূনতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ

শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়:

১। নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) – ২৩,১১৩ শিক্ষার্থী

২। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) – ২১,৩০৩ শিক্ষার্থী

৩। ব্র্যাক ইউনিভার্সিটি – ১৭,৩২৫ শিক্ষার্থী

৪। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (EWU) – ১২,২২০ শিক্ষার্থী

ন্যূনতম ভর্তি বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি – ৫৩ শিক্ষার্থী

এছাড়া, মোট অনুমোদিত ১১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টি কার্যক্রম চালাচ্ছে না। ইউজিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ‘এ, বি, সি’ ক্যাটাগরিতে ভাগ করেছে, যা গুণগত মানের ভিন্নতা নির্দেশ করে; বিশেষ করে ‘সি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও নিয়োগযোগ্যতার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

প্রাইভেট উচ্চশিক্ষা সম্প্রসারণের ফলে এখন এগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রবেশাধিকার এবং সুযোগে প্রতিযোগিতা করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভর্তি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়নের ওপরও মনোযোগ দিতে হবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত