ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ফখর আউট বিতর্কে পাকিস্তান রীতিমতো ক্ষুব্ধ, জয়ের হাসি ভারতের
স্পোর্টস ডেস্ক :দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হলেও ফখর জামানের আউট নিয়ে বিতর্ক থামছেই না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা স্পষ্ট জানালেন, তিনি সিদ্ধান্তে সন্তুষ্ট নন।
আঘা বলেন, তিনি নিশ্চিত নন সিদ্ধান্তটা সঠিক ছিল কি না। তার মতে, বলটি সঞ্জু স্যামসনের হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল। তিনি বলেন, “আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত নেওয়া, ভুল হতেই পারে। কিন্তু আমার চোখে মনে হয়েছে এটা বাউন্স করেছে।”
তিনি আরও যোগ করেন, “হয়তো আমি ভুলও হতে পারি। কিন্তু ফখর যেভাবে শুরু করেছিল, যদি সে পাওয়ারপ্লে পেরিয়ে ব্যাটিং চালিয়ে যেত, আমরা হয়তো ১৯০ রান তুলতে পারতাম।”
ঘটনাটি ঘটে ইনিংসের তৃতীয় ওভারে। হার্দিক পান্ডিয়ার অফ-কাটারে ড্রাইভ করতে গিয়ে ফখরের ব্যাটে লেগে বল যায় সঞ্জুর হাতে। রিপ্লে দেখে শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে আউট ঘোষণা করেন। তবে অনিশ্চয়তার কারণে মাঠে ও মাঠের বাইরে সমালোচনা শুরু হয়।
সিদ্ধান্তে হতবাক ফখর কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন। পরে ফিরে গিয়ে কোচ মাইক হেসনের সঙ্গে তাকে আলোচনা করতে দেখা যায়। এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির ও ফাওয়াদ আলম আম্পায়ারিং মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করেছেন।
তবে ম্যাচে শেষ হাসি হেসেছে ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৭১ রান। জবাবে ১৮.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সূর্যকুমার যাদবের দল। ৩৯ বলে ৭৪ রান করে ভারতের জয়ের নায়ক হন ওপেনার অভিষেক শর্মা।
পাকিস্তানের টানা দ্বিতীয় হারের ফলে তাদের ফাইনালে যাওয়ার পথ আরও কঠিন হয়ে গেল। অন্যদিকে, ভারত আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশের মুখোমুখি হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে