ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

করমর্দন না করায় ক্ষুব্ধ শোয়েব আখতার

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৫:১৬:৪৪

করমর্দন না করায় ক্ষুব্ধ শোয়েব আখতার

ডুয়া স্পোর্টস নিউজ : ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনার অন্য নাম। তবে এবারের এশিয়া কাপের মাঠের বাইরের দৃশ্য যেন খেলার উত্তাপকেও ছাপিয়ে গেছে। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

তিনি বলেন, "ক্রিকেট একটা খেলা, এটাকে রাজনীতি বানাবেন না।" শোয়েবের মতে, ভারতীয় দলের এমন আচরণ খেলোয়াড়সুলভ নয় এবং এটি দুই দেশের সম্পর্ক ও খেলাধুলার সৌহার্দ্যকে ক্ষুণ্ন করে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। টসের সময় দুই দলের অধিনায়করা করমর্দন করেননি।

ম্যাচ শেষেপাকিস্তানি ক্রিকেটাররা করমর্দনের জন্য অপেক্ষা করলেও ভারতীয় খেলোয়াড়রা মাঠে আসেননি। সূর্যকুমার যাদব ও শিবাম দুবে জয় শেষে সোজা চলে যান ড্রেসিংরুমে। এমনকি ভারতের সাপোর্ট স্টাফদের ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিতে দেখা যায়, যখন পাকিস্তানি দল করমর্দনের জন্য মাঠে ছিল।

শোয়েব আরও বলেন,"এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। ভারতীয় ক্রিকেট দল, সাবাশ। ভালো খেলেছো। কিন্তু, ক্রিকেটে রাজনীতিকে মেশাবে না। ম্যাচ হয়েছে, সৌজন্যও দেখাও। এটা কোনও বড় ব্যাপার নয়।"

তিনি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তকেও সমর্থন করেছেন,"ভালো করেছে, একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে,"

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ১২৭ রান সংগ্রহ করে, যেখানে শাহিন আফ্রিদির শেষ দিকের ক্যামিও ইনিংস দলকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেয়। জবাবে ভারতীয় ব্যাটাররা—সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা ও তিলক বর্মা—জ্বলে উঠে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে।

শুধু মাঠের পারফরম্যান্স নয়, ম্যাচ-পরবর্তী সৌজন্য আচরণ নিয়েও এবার বিতর্কের আগুনে পুড়ছে ভারত-পাকিস্তান ক্রিকেট।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

নির্বাচনে ভোটের সরঞ্জাম সরবরাহ শুরু

নির্বাচনে ভোটের সরঞ্জাম সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের সরঞ্জাম সরবরাহের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ধাপে ধাপে... বিস্তারিত