ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ভ্যালেন্সিয়ারকে উড়িয়ে বড় জয় তুলল বার্সেলোনা

২০২৫ সেপ্টেম্বর ১৫ ০৯:১৫:২০

ভ্যালেন্সিয়ারকে উড়িয়ে বড় জয় তুলল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় শক্তিশালী রূপে মাঠে ফিরেছে বার্সেলোনা। চতুর্থ ম্যাচ ডে-তে তারা ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে ৬-০ গোলের বড় জয় লাভ করেছে। ফারমিন লোপেজ, রাফিনহা এবং রবার্ট লেভানদোভস্কির গোলেই কাতালান চ্যাম্পিয়নরা জয় নিশ্চিত করেছে, যার মধ্যে পাঁচটি গোল এসেছে দ্বিতীয়ার্ধে।

৬ হাজার দর্শক ধারণ ক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন বার্সেলোনার আধিপত্য স্পষ্ট। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে তারা ২৪টি শট নিক্ষেপ করে, যার মধ্যে ১০টি লক্ষ্যভেদে আসে। বিপরীতে ভ্যালেন্সিয়া মাত্র দুটি শট নিতে পারে, যার একটিই লক্ষ্যে।

শিরোপা ধরে রাখার অভিযানে, আন্তর্জাতিক বিরতির আগে রায়ো ভায়োকানোর সঙ্গে ড্র করা বার্সেলোনা এখন চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে।

বার্সেলোনার ঘরের মাঠে প্রথম লা লিগা ম্যাচটি আয়োজন করা হয়। প্রাথমিকভাবে ন্যু ক্যাম্পে খেলার পরিকল্পনা থাকলেও স্টেডিয়ামের দীর্ঘ সংস্কারের কারণে পরিবর্তন করতে হয়েছে। চোটের কারণে লামিনে ইয়ামাল খেলতে পারেননি।

ম্যাচ শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। দশম মিনিটে ফেরান তরেসের সুযোগ ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলেও ২৯তম মিনিটে লোপেজ দলের জন্য প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে গোলের জন্য ১১টি শট নিক্ষেপ করে তিনটি লক্ষ্যভেদে আসে, ভ্যালেন্সিয়ার কোনো শট লক্ষ্যভেদে আসে না।

দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে বার্সেলোনা। প্রথমে বদলি রাফিনহা, পরে লোপেজ। ৬৬তম মিনিটে রাফিনহা নিজের দ্বিতীয় গোল করেন। কোচের বদলির নৈপুণ্যে ১০ মিনিট পর পঞ্চম গোল আসে লেভানদোভস্কির। নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোল পান লেভানদোভস্কি।

বার্সেলোনার জোড়া গোল, চমৎকার আক্রমণ ও নিয়ন্ত্রণ প্রদর্শন পুরো ম্যাচে স্পষ্ট ছিল। এই জয়ে তাদের লা লিগা শিরোপা রক্ষার প্রচেষ্টা আরও শক্তিশালী হলো।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত