ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

'রাকসু নির্বাচনে ওএমআর পদ্ধতিতেই ভোট গণনা হবে'

২০২৫ সেপ্টেম্বর ১৪ ২০:৩২:০৫

'রাকসু নির্বাচনে ওএমআর পদ্ধতিতেই ভোট গণনা হবে'

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের আসন্ন নির্বাচনে ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে নয়, বরং ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) পদ্ধতিতেই হবে। রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ছাত্রদলসহ দুটি প্যানেল ম্যানুয়াল ভোট গণনার দাবিসহ মোট ১২ দফা প্রস্তাবনা পেশ করেছিল। ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবীর ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করলে কারচুপির আশঙ্কা প্রকাশ করে স্বচ্ছ ভোট বাক্স স্থাপন ও ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানান। তিনি ডাকসু ও জাকসু নির্বাচনের বিতর্কের পুনরাবৃত্তি চাননি এবং ভোটার সংখ্যা বেশি হলেও জনবল বাড়িয়ে ম্যানুয়াল গণনার পক্ষে যুক্তি দেন।

ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী মেহেদী মারুফও জাতীয় নির্বাচনে ইভিএম কারচুপির উদাহরণ টেনে রাকসুতেও একই ধরনের ঘটনার আশঙ্কার কথা জানান। তিনি প্রশাসনের কাছে বেশি জনবল নিয়োগ করে ম্যানুয়ালি ভোট গণনার আহ্বান জানান।

তবে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যানুয়াল ভোট গণনায় যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা তারা দেখেছেন। তিনি উল্লেখ করেন, রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এই বিপুল সংখ্যক ভোট হাতে গণনা করা হলে ফলাফল পেতে কয়েক দিন সময় লেগে যাবে, যা বাস্তবসম্মত নয়। তাই, ওএমআর শিটে ভোট গ্রহণ হবে এবং ওএমআর মেশিনের মাধ্যমেই ফলাফল গণনা করা হবে বলে তিনি জানান।

এই বছর রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। কেন্দ্রীয় ছাত্রসংসদ রাকসুতে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও হল সংসদে মোট ৬০০ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত